Published:   08-May-2021
(a) আলী রাঃ
(b) খালিদ বিন ওয়ালিদ রাঃ
(c) হামযা রাঃ
(d) জাফর বিন আবী তালিব রাঃ
Answer:
আলী রাঃ
Info:
আলী ইবনে ʾআবী ত়ালিব ইসলামের চতুর্থ খলিফা। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ ব্যক্তি মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন।
মুসলমানদের প্রায় প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করেন । তিনি মুহাম্মদ (সাঃ) এর সুরক্ষায় কাজ করেছিলেন এবং তাঁর যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে। খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মুহম্মদ (সাঃ) তাঁকে আসাদুল্লাহ বা “আল্লাহর সিংহ” উপাধিতে ভূষিত করেন। এছাড়াও বদর যুদ্ধে বীরত্বের জন্য মুহাম্মদ ﷺ তাঁকে জুলফিকার নামক তরবারি উপহার দেন।
আসাদুল্লাহ-আলী ইবনে ʾআবী ত়ালিব